Date: November 25, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

August 18, 2024 10:08:16 AM   ডেস্ক রিপোর্ট
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার্থীদের আন্দোলন আর সরকার পতনের জের ধরে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক সরকারি বিশ্ববিদ্যালয়েই এখনো ক্লাস বা প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায়। কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তাদের অনেকেই এর মধ্যে পদত্যাগ করায় ক্লাস শুরু হয়নি সেসব বিশ্ববিদ্যালয়ে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলোতে কার্যক্রম শুরু হলেও কিছু বিশ্ববিদ্যালয়ে এখনো ক্লাস শুরু হয়নি। আবার কিছু বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ রয়েছে।

যেমন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগামী সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হবে এবং ক্যাম্পাস খুলবে ৩১শে অগাস্ট থেকে। অন্যদিকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে আজ থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং আগামী রবিবার থেকে ক্যাম্পাস খুলবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া স্কুল ও কলেজের ক্লাস স্বাভাবিকভাবেই চলছে বলে জানা যায়।