নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপি ছড়িয়ে পরা করোনা ভাইরাসের লক্ষণ ভিত্তিক চিকিৎসা গ্রহণের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হোমিওপ্যাথি বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু করোনা ভাইরাস মহামারি সংক্রমণ রোগের চিকিৎসা বর্তমান লক্ষণভিত্তিক দেওয়া হয়ে থাকে, সেহেতু জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টসহ আনুষাঙ্কি লক্ষণের রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণের সুযোগ আছে।
প্রসঙ্গত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ইতোমধ্যে সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাতীয় কমিটি ও চিকিৎসা বোর্ড গঠন করেছে। এছাড়াও হোমিওপ্যাথিক কলেজ হাসপাতালসমূহের বহির্বিভাগ ও হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারসমূহ চালু রাখার জন্য নির্দেশনা দিয়েছে।
এছাড়াও উল্লিখিত লক্ষণের রোগীদের হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারসমূহে সকাল ৯ টা তেকে দুপুর ২ টা পর্যন্ত লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।