আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে অর্থনৈতিক ক্ষতির কারণে যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে কর্মহীন হয়ে পরেছে ৪০ লাখের বেশি আমেরিকান।
গত মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষ তাদের চাকরি হারিয়েছে বলে দাবি করেন, যা যুক্তরাষ্ট্রের মোট কর্মজীবী মানুষের ১৫ শতাংশ ।
যদিও শেষ সপ্তাহে এসে বেকারত্ব সংখ্যা বৃদ্ধি কমছে তাই কিছুটা আসাও দেখছে অনেকে।
যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা সংস্থার পরিচালক রির্চাড ফেলান বলেন, এই সপ্তাহে ৪০ লাখের বেশি আমেরিকান তাদের চাকরি হরিয়েছে যা ভয়ানয়।
অর্থনীতিবিদরা সর্তক করে বলছেন, ১৯৩০ সালের মহামন্দার থেকেও বড় ধরনের মন্দার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব।