কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সু-স¦াস্থ্য, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ও কুড়িগ্রামের কৃতি সন্তান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২২ নভেম্বর দুপুরে জেলা বিএনপির উদ্যোগে পোস্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জহুরুল আলম, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা শাহিন শেখ রন্জু, আজিজুল হক, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, সাংগাঠনিক সম্পাদক ওয়াহেদ রানা, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম, বিপ্লব চৌধুরী, যুগ্ম সম্পাদক রিপন আলী, আবু তাহের, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহ্ আলমগীর, সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম বকসী, জেলা শ্রমিক দল নেতা আব্দুর রহমান প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।