Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / গাজীপুরে র‌্যাব-পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, দূরপাল্লার পরিবহন সংকট

গাজীপুরে র‌্যাব-পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, দূরপাল্লার পরিবহন সংকট

October 27, 2023 11:23:40 AM   ডেস্ক রিপোর্ট
গাজীপুরে র‌্যাব-পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, দূরপাল্লার পরিবহন সংকট

ডেস্ক রিপোর্টা:

রাজধানীতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকার প্রবেশ মুখে র‌্যাব-পুলিশের একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সম্ভাব্য নাশকতা এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প এ উদ্যোগ নিয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর থেকে এসব চেকপোস্টে জোড়ালোভাবে তল্লাশি করা হচ্ছে।

এদিকে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার পরিবহন সংকট দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীদের বিকল্প যানসহ অটোরিকশায় চলাচল করতে দেখা গেছে।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড, কামারপাড়া মোড়, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ ও স্লুচগেটসহ বেশ কয়েকটি জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়াও র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের সালনায় চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে সন্দেহভাজন প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে পরিবহনের যাত্রীদের ব্যাগ, মোবাইল ও দেহ তল্লাশি করছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা। সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ তাদের আত্মীয়-স্বজনের কাছে ফোনে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে গাড়ি ছাড়ছে।

এদিকে শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। যানবাহন না পেয়ে অনেককেই বিকল্প যানে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে দেখা গেছে।

টঙ্গী স্টেশন রোডে পুলিশ চেকপোস্টে কর্তব্যরত টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আগামীকাল একাধিক রাজনৈতিক দলের সমাবেশ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কোনো নাশকতাকারী যেন প্রবেশ করতে না পারে তা এই চেকপোস্ট স্থাপন করা হয়েছে। চেকপোস্টে সন্দেহজনক গণপরিবহনে তল্লাশি করা হচ্ছে। ক্ষতিকর দ্রব্য ও বেআইনি অস্ত্র নিয়ে কোনো সন্ত্রাসী যেন ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য তল্লাশি ও নজরদারি করা হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার, এমসি বাজার, নয়নপুর বাজার, মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও রাজেন্দ্রপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন স্টপেজে সকাল থেকেই দূরপাল্লার যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। অনেক যাত্রীকে কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। আবার কেউ কেউ অতিরিক্ত ভাড়ায় মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাযোগে চলাচল করছেন।

শ্রীপুরের জৈনাবাজার এলাকার একটি কারখানার উৎপাদন কর্মকর্তা মো. শামীম ইসলাম। সপ্তাহের পুরো সময়ই কর্মস্থলে থাকতে হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য ময়মনসিংহের উদ্দেশ্যে বের হন। কিন্তু দূরপাল্লার বাস না পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে।

শামীম বলেন, সপ্তাহের পুরো সময় কর্মস্থলে সময় দেওয়া হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় অসুস্থ স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে ডাক্তার দেখানোর জন্য রওনা হলেও বাসের জন্য জৈনাবাজার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। মাঝে মধ্যে লোকাল পরিবহন আসলেও অসুস্থ স্ত্রীকে নিয়ে এসব গাড়িতে গেলে সে আরও অসুস্থ হয়ে পড়বে।

ওষুধ বিপণন কোম্পানির কর্মকর্তা রাকিব বলেন, শুক্রবার হওয়ায় অনেক হাসপাতালে উপচে পড়া ভিড় থাকে। আমাদের ব্যস্ততা থাকে শুক্রবার ঘিরেই। কিন্তু যানবাহন সংকট থাকায় অতিরিক্ত ভাড়ায় রিকশা ও অটোরিকশা দিয়ে চলাচল করতে হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালান হামিদ মিয়া। তিনি বলেন, আজকে মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। সামান্য কয়েকটি লোকাল পরিবহন চলাচল করছে। বাস বন্ধ থাকায় আমাদের যাত্রী আজ বেড়েছে, অন্যান্য দিনের চাইতে আয়ও ভালো হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিষশের কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, আমরা প্রায়ই চেকপোস্ট বসিয়ে থাকি, এটা আমাদের রেগুলার চেকপোস্ট। ঢাকাগামী মহাসড়কে কামারপাড়া এবং স্টেশন রোড এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। যাতে নাশকতার জন্য কেউ অস্ত্র নিয়ে চলাচল করতে না পারে। এখনো সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

পাশাপাশি ঢাকা-ময়মনিসংহ মহাসড়কের সালনায় র‌্যাবের পক্ষ থেকে বসানো হয়েছে চেকপোস্ট। র‌্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গাজীপুরসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তায় নিয়মিত পেট্রোলিং এবং চেকপোস্টের ব্যবস্থা করে থাকি। চেকপোস্টে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনা হয়। আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।