ক্রীড়াঙ্গন ডেস্ক:
এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে জয়ে পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।
শুক্রবার (২৩ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চেন্নাইকে ব্যাটিয়ে পাঠায় মুম্বাই। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি ধোনিরা। ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহদের গোলার সামনে ৯ উইকেটে মাত্র ১১৪ রানে থামে চেন্নাই। ব্যাটিংয়ে স্যাম কারেন (৫২) ছাড়া দলের আর কেউ দাঁড়াতেই পারেননি।
বোল্ট ৪ ওভারে মাত্র ১৮ রান নিয়ে দিয়ে একাই নেন ৪ উইকেট। বুমরাহজ ও রাহুল চাহার ২টি করে উইকেট ভাগাভাগি করেন।
১১৫ রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে কোনো বেগই পেতে হয়নি মুম্বাইকে। অপরাজিত থাকা দুই ওপেনার কুইন্টন ডি কক (৪৬) ও ইশান কিষানের (৬৮) ঝাড়ো ইনিংসের সুবাদের ১২.২ ওভারেই ১১৬ রান করে ফেলে তারা।
এই পরাজয়ে প্রথমবারের মতো প্লে-অফে খেলার স্বপ্নটাও একেবারে ফিকে হয়ে গেছে ধোনিদের। ১১ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে চেন্নাই। প্লে-অফে খেলতে হলে বাকি তিন ম্যাচের প্রত্যেকটিতে জয় পেতে হবে তাদের। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ১২। তবে তাতেও চেন্নাইয়ের প্লে-অফে খেলার আশা নেই বললেই চলে।
কারণ ১০ ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে ওপর সারিতে আছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর যদি বাকি চার ম্যাচের একটিতেও জেতে তবে ১২ পয়েন্ট নিয়ে অন্য তিন দলের সঙ্গে প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলবে।