ছবির বাসা রাজধানীর রেললাইনের পাশে সরকারি জমিতে প্রভাবশালীর ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা ও বসবাস করছেন অনেকে। ছবিটি রাজধানীর মীর হাজীরবাগ থেকে তোলা।
ছবির বাসা রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব জুরাইনের অনেক ভাড়াটিয়া বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে।
ছবির বাসা রোববার বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় ভয়াবয় অগ্নিকাণ্ডে রাইস মিল, চালের আড়ত ও দোকান পুড়ে ছাঁই।
ছবির বাসা রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদ-যাত্রাবাড়ী অংশের বিভিন্নস্থানে বসানো সিঁড়ি অপসারণে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
ছবির বাসা বন্যা পরিস্থিতি কছিুটা উন্নতি হলেও এখোনো ডুবে আছে বভিন্নি এলাকার সড়ক। সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান সড়কের ছবি।
ছবির বাসা বরিশাল আটঘরের বিদ্যালয় সংলগ্ন এলাকায় জলে ও কূলে বসে এ দক্ষিণের ঐতিহ্যবাহী নৌকার নৌকারহাট। রেইনট্রি, মেহগীনি ও কড়াই কাঠের তৈরী নৌকাগুলো প্রায় আধা কিলোমটির জায়গা জুড়ে খালের জলে চলে বকিকিনিি ।
ছবির বাসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ সংরক্ষণের ফ্রিজ, এসি বিকল হয়ে যাওয়ায় লাশ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। লাশের সংখ্যা বেড়ে যাওয়ায় রাখাও সম্ভব হচ্ছে না। ছবিটি রোববার তোলা।