জাপানের ‘অর্ডার অব রাইজিং সান’ সম্মাননা পেলেন ২ বাংলাদেশি
স্টাফ রিপোর্টার:
২০২১ সালের জাপানের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননায় ভূষিত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় তারা এই সম্মাননা পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রথম প্রেসিডেন্ট ও উত্তরা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেটে’ সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আবু সায়েদ ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পাচ্ছেন। বাংলাদেশের কুমিল্লা ও চট্টগ্রামের যুদ্ধ সমাধিতে জাপানিদের সমাধি রক্ষণাবেক্ষণে অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
জাপান সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অফ দ্য রাইজিং সান’। প্রতিবছর দেশটি এ সম্মাননা দিয়ে থাকে।
Prev Next
Comments are closed, but trackbacks and pingbacks are open.