ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য বিধি মেনে উপজেলার ১ নং কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে সরকারের দেয়া মূল্যে,১ হাজার লিটার সয়াবিন তেল, চিনি ৭’শ কেজী,মসুরডাল ৩ ‘শ কেজী টিসিবি’র এসব পণ্য সামগ্রী ৫’শ জন ক্রেতাদের মাঝে বিতরণ করেন ডিলার মো. সিদ্দিকুর রহমান।
সরকার কর্তৃক ব্যানারের মূল্য তালিকায় চিনি ৫৫ টাকা কেজি,মশুর ডাল ৫৫ টাকা ও সয়াবিন তেল ১০০ টাকা লিটার এসব দামে টিসিবি’র পন্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১ নং কাংশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল হক।
ওইসময় ক্রেতারা প্রত্যেকেই ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা,চিনি ২ কেজী ১১০ টাকা, মসুরডাল ১ কেজী ৫৫ টাকাসহ ৩৬৫ টাকায় টিসিবি’র এসব পণ্য সামগ্রী সল্প মূল্যে নিতে পেরে সন্তুষ্ট হন তারা।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে সরকারের দেয়া মূল্যে টিসিবি’র এসব পণ্য সামগ্রী ডিলারের মাধ্যমে ক্রেতারা নিতে পেরে সন্তুষ্ট হয়ে কাংশা ইউনিয়নবাসীর পক্ষথেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জহুরুল হক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Prev Next
Comments are closed, but trackbacks and pingbacks are open.