নবীনগরে আবারো আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনায় সংঘর্ষ
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরের দিকে লাপাং গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনার জেরে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানী ইউপি সদস্য মামুন মেম্বারের সাথে অহিদ মিয়ার কথা কাটাকাটি হয়।
পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এলাকায় সংঘর্ষের খবর ছড়িয়ে পরলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরুজ মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আমি পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করি। এ বিষয়ে উভয় পক্ষকে নিয়ে বসবো। তাদের কঠিন বিচার করা হবে। নবীনগর থানার ওসি আমিনুল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Prev Next
Comments are closed, but trackbacks and pingbacks are open.