ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে বিজয় লাভ করতে গণসংযোগ অব্যাহত রেখেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী এস এম কাইয়ুম।
গতকাল তার মোবাইল প্রতীকের পক্ষে একটি মিছিল নরসিংদী সদর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান নির্বাচনী ক্যাম্পে সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্রপ্রার্থী এস এম কাইয়ুম। বক্তব্যে মোবাইল প্রতীকের এই প্রার্থী আসন্ন নির্বাচনে জয়লাভ করতে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। এছাড়াও আগামী ১৪ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।