নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর হামলা, মামলা, বসতবাড়ি ও জমি দখলসহ সকল নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে “নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে মুক্তিযোদ্ধার সন্তান” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রতিনিয়ত দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, হত্যা, নির্যাতন, জমি ও বসতবাড়ি দখল বন্ধসহ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া ৩০% কোটা ফেরত, বঙ্গবন্ধুর সঙ্গায় যাচাই-বাছাই ও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান বক্তারা।
এসময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।