ময়মনসিংহ প্রতিনধি:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এলাকাধীন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে ট্রেড লাইসেন্স নবায়ন বা নতুন প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজিব কুমার সরকার। ব্যাবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন গ্রহণের বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের সচিব রাজিব কুমার সরকার বলেন, সিটি কর্পোরেশন এবং ব্যাবসায়ী একে অপরের পরিপূরক। আমরা চাই আপনারা সমস্ত নিয়ম কানুন মেনে ব্যাবসা পরিচালনা করুন এবং একই সাথে আপনাদের সুবিধার্তে যাদের অনুমোদন বা লাইসেন্স নেই তাদের নজরদারির মধ্যে আমরা আনতে চাই।
ব্যবসায়ীগণ অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি সিটি কর্পোরেশন এলাকায় চমৎকার ব্যাবসা বান্ধব পরিবেশ তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
Prev Next
Comments are closed, but trackbacks and pingbacks are open.