হরিরামপুর প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ে স্ব্যাস্থ্য বিধি মেনে স্বল্পপরিসরে বার্ষিক সিক্সএ সাইড ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শারমিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান মামুন প্রমুখ।
খেলায় এ বছর চ্যাম্পিয়ান হয়েছে ইউনিক ব্যাচ ২০১৭, শারমিন ইসলাম বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন বর্তমান যুব সমাজকে আলোকিত করতে গেলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা যুবকদের মাদকাসক্ত হতে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।