Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ‘মায়ার জঞ্জাল’: সবার নীরবতায় হতবাক জয়া

‘মায়ার জঞ্জাল’: সবার নীরবতায় হতবাক জয়া

February 27, 2023 10:43:12 PM   ডেস্ক রিপোর্ট
‘মায়ার জঞ্জাল’: সবার নীরবতায় হতবাক জয়া

রূপালি জগৎ ডেস্ক:
একটি ভালো চলচ্চিত্র নিয়ে বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন সরব হলে সামগ্রিকভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির লাভ হয় বলে মনে করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সে কারণেই সম্প্রতি দুই বাংলায় মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’ নিয়ে সব মহলের নীরবতায় হতবাক হয়ে নিজের কিছু ভাবনার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
সোমবার সোশ্যাল হ্যান্ডেলে জয়া ক্ষোভ ও অভিমান মিশিয়ে লিখেছেন, ‘‘মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি। যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? বাংলাদেশের অপি করিম আর সোহেল মণ্ডল ছবিটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’
জয়ার মন্তব্য, ‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।’
ঢাকাই নির্মাতা জসীম আহমেদ প্রযোজিত ‘মায়ার জঞ্জাল’ ছবিটি এরমধ্যে দেখেছেন জয়া আহসান। তিনি এর ভূয়সী প্রশংসা করেছেন এভাবে, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখেু সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।’
জয়ার আহ্বান, ‘ভালো বাংলা ছবির চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’ প্রসঙ্গত, বহু বছর ধরে এপার-ওপার দুই বাংলাতেই সমানতালে কাজ করে চলেছেন জয়া। দুই বাংলা থেকেই জিতেছেন একাধিক সম্মানজনক পুরস্কার।