Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / স্বাস্থ্য / যেসব অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে

যেসব অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে

August 28, 2023 09:49:06 AM   স্বাস্থ্য ডেস্ক
যেসব অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে

স্বাস্থ্য ডেস্ক:

অত‍্যধিক মানসিক চাপ, পরিশ্রম, নিজের যত্ন না নেওয়া, সঠিক সময়ে খাবার না খাওয়ার অনিয়ম থেকে স্বাস্থ্যগত নানা জটিল সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে। স্ট্রোক হয়ে মৃত‍‍্যুর সংখ‍্যাও কম নয়। প্রতি বছর বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয় স্ট্রোকের কারণে। কিছু অভ্যাস বাড়িয়ে দেয় স্ট্রোকের ঝুঁকি।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আশি শতাংশ কমাতে পারে স্ট্রোকের ঝুঁকি। অতিরিক্ত লবণ, চিনি ও স্নেহপদার্থ যুক্ত খাবার স্ট্রোকের আশঙ্কা বাড়িয়ে তোলে। অনিয়ন্ত্রিত রক্তচাপ ও কোলেস্টেরল ডেকে আনতে পারে বড় বিপদ। যাদের আগে থেকেই ঝুঁকি রয়েছে তাদের ডিমের কুসুম ও মাংস খাওয়া ছাড়তে হতে পারে।

ধূমপানের ফলে শরীরে অসংখ্য ক্ষতিকর পদার্থ প্রবেশ করে। এমনকি, পরোক্ষ ধূমপানেও প্রবল ক্ষতি হয় শরীরের। রক্তে অক্সিজেনের মাত্রা যায় কমে। ফলে ফুসফুসের পাশাপাশি ক্ষতি হয় সংবহনতন্ত্রেরও। অতিরিক্ত মদ্যপান অনিয়ন্ত্রিত রক্তচাপের অন্যতম কারণ। অ্যালকোহল শিরা ও ধমনীর স্থিতিস্থাপকতাকে মারাত্মক ভাবে প্রভাবিত করতে পারে। যা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ।