Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / রুশ পরমাণু সুরক্ষাবাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার ইউক্রেনের

রুশ পরমাণু সুরক্ষাবাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার ইউক্রেনের

December 17, 2024 12:13:39 PM   আন্তর্জাতিক ডেস্ক
রুশ পরমাণু সুরক্ষাবাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার ইউক্রেনের

রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক, জৈবিক ও পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহতের জন্য দায়ী ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ)। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এসবিইউর সেই সূত্র রয়টার্সকে বলেছে, “রাশিয়ান ফেডারেশনের বিকিরণ (পরমাণু অস্ত্র) ও রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এসবিইউ’র একটি দায়িত্ব ছিল। এসবিইউ সে দায়িত্ব পালন করেছে।”

রাজধানী মস্কোর রায়াজনিস্ক প্রসপেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগর কিরিলভ, মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। তার এক সহকারীও এ ঘটনায় নিহত হয়েছেন। অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি স্কুটারে পেতে রাখা হয়েছিল বোমাটি।

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির সবচেয়ে অভিযাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র আরসিএইচবিজের অধ্যক্ষ ছিলেন তিনি। এর পর প্রতিরক্ষা বাহিনীর অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান হন। এই ইউনিটের প্রধান হিসেবে দেশের অভ্যন্তরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রুশ বাহিনীর সিরিয়া মিশনের অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন কিরিলভ।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ফিরে আসেন কিরিলভ। যুক্তরাষ্ট্র যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের জন্য ইউক্রেনে গোপনে বিনিয়োগ করছে, এ তথ্য ফাঁস করেছিলেন তিনিই। সে কারণে ২০২২ সালেই তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন।

সূত্র : রয়টার্স, আরটি