Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / রোহিতের চোট নিয়ে দুশ্চিন্তায় ভারত

রোহিতের চোট নিয়ে দুশ্চিন্তায় ভারত

June 18, 2024 03:26:57 PM   ক্রীড়া ডেস্ক
রোহিতের চোট নিয়ে দুশ্চিন্তায় ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (রোববার) নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী  ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর এই লড়াই দেখতে ভক্তদের অপেক্ষা প্রহর শেষ হচ্ছে না। তবে ম্যাচের আগে ভারতীয় অধিনায়কের হাতে চোট পাওয়ার খবর এসেছে।

হিন্দুস্থান টাইমসের খবরে জানিয়েছে, পাকিস্তান বিপক্ষে ম্যাচের আগে রোহিতের ইনজুরি নিয়ে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

মূলত পিচের জন্যই তিনি পরপর দু’বার চোট পেয়েছেন বলে জানিয়েছেন। নিউইয়র্কের মূল মাঠের পিচ যেমন অনিয়ন্ত্রিত গতি, তেমনি রয়েছে অসমান বাউন্সও। আবার অনুশীলনের পিচও মোটেই উপযুক্ত নয়। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকেও অনুশীলনের সময় বিপাকে পড়তে দেখা যায় ওই পিচে, যা নিয়ে এবার অভিযোগ জানাল বিসিসিআই।
তবে আনুষ্ঠানিক কিছু নয় বলে জানা গেছে।
জানা গেছে, নেট অনুশীলনের সময় রোহিত শর্মার বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে চোট লাগে, সঙ্গে সঙ্গে ফিজিওরা এসে তার শুশ্রুষা করেন। এরপর অবশ্য আরেক প্রান্তে গিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় এই ভারতীয় তারকাকে। মূল স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি পাবলিক পার্কে অনুশীলনের জায়গা বরাদ্দ করায় এর আগে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

এদিকে, এশিয়ান নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আঙ্গুলে ব্যথা পাওয়ার পর হাত থেকে গ্লাভস খুলে ফেলেন ভারত অধিনায়ক। পাশে থাকা দলের মেডিকেল বিভাগের কর্মকর্তা ও ফিজিও যেখানে ছুটে যান। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। তবে ফের অনুশীলন করতে দেখে চোট বেশি গুরুতর নয় বলে বোঝা যায়।

যুক্তরাষ্ট্র  দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে যাওয়ায় ভারত নিজেদের প্রথম ম্যাচটি জিতলেও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই।

আজ পাকিস্তান জিতে গেলে রোহিত-বাবরদের পয়েন্ট সমান হয়ে যাবে। সুপার এইটে ওঠার লড়াইটাও হয়ে পড়বে সমান্তরাল। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে রোহিতকে মাঠে দেখার অপেক্ষায় ভারত।