রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নটি নৌকার ঘাটি হিসেবে পরিচিত রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন ১০ ডিসেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়েছে। এতে আওয়ামী লীগ থেকে ইউপি নির্বাচনে ৪ জন সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন।
পরে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও নৌকার বিজয়ী ছিনিয়ে আনার স্বার্থে ৩ জন দলীয় মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের বন্দবেড় ইউনিয়ন শাখার সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকারকে দল থেকে সমর্থন দেওয়া হয়।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা আ’লীগের আহবায়ক ফজলুল হক মনি, আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, আ’লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, বন্দবেড় ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবু হানিফ মাষ্টার, আওয়ামী যুবলীগ সভাপতি সামছুদ্দোহা ও ওয়ার্ড আ’লীগের আক্কাছ আলীসহ অত্র এলাকার দলীয় নেতাকর্মীগণ।