Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

January 12, 2025 01:05:56 PM   অনলাইন রিপোর্টার
শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ জানুয়ারি), দণ্ডবিধি ১৮৬০-এর ৫টি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় এ মামলা করা হয়েছে।

শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তারা হলেন মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, শেখ শাহিনুল ইসলাম এবং মো. নুরুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক জোনে ৬টি প্লট বরাদ্দ নেন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে প্রতিটি ১০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নেওয়া হয়, যার মোট পরিমাণ ৬০ কাঠা।

দুদক থেকে জানানো হয়েছে, এ মামলার তদন্ত শুরু হবে দ্রুত। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।