Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / সনদ বিতরণ ইয়ামাহা মিউজিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে

সনদ বিতরণ ইয়ামাহা মিউজিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে

August 01, 2023 09:18:58 AM   ডেস্ক রিপোর্ট
সনদ বিতরণ ইয়ামাহা মিউজিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে

ডেস্ক রিপোর্ট:


ঢাকায় ইয়ামাহা মিউজিক স্কুল একটি সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন কোর্সে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়। আনন্দ এবং উৎসবমুখরভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এসিআই সেন্টার তেজগাঁওয়ে।

অতিথির আগমন এই অনুষ্ঠানের শোভা আরো বাড়িয়ে তুলেছিল। প্রখ্যাত সঙ্গীতবিদ এবং ব্যান্ড 'মাইলস' এর সদস্য হামিন আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি তরুণ সঙ্গীত শিল্পীদের উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছিল।

প্রধান অতিথি হামিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্তরিকতার সঙ্গে তার বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যের শুরুতেই সব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান, তাদের সহনশীলতা এবং দৃঢ়তার জন্য। সেই সঙ্গে ইয়ামাহা মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রীদের কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি তার নিজের শেখার যাত্রা সম্পর্কে উল্লেখ করে বলেন, আমি মিউজিক শেখার জন্য সর্বদা এমন একটি স্থান খুঁজতাম, কিন্তু গোছানো কোনো কিছুই পাইনি সেই সময়। তার বাক্য শ্রোতাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিল, সঙ্গীত শিক্ষার গুরুত্ব।

এসিআই মটরসের সেলস ডিরেক্টর আজম আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা বলেন ইয়ামাহা মিউজিক স্কুলের প্রাক্তন ছাত্র হোসেন ফাহিম রেজা। তিনি বলেন, আমি খুব খুশি, আমি ইয়ামাহা মিউজিক স্কুলের অংশ হতে পেরেছি এবং সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্বিত। আমরা সেরা শিক্ষকের কাছ থেকে শিখেছি এবং পরিপূর্ণভাবে কোর্সগুলো সম্পন্ন করতে পেরে আনন্দবোধ করছি।