Date: March 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে পথরোধ করে ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

সরিষাবাড়ীতে পথরোধ করে ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

February 28, 2025 05:56:55 PM   উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ীতে পথরোধ করে ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়িতে প্রাইভেটকারের গতিরোধ করে মো. শহিদুল্লাহ (৫৪) নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযাীয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে ব্যবসায়িক কাজে জামালপুর যাওয়ার পথে সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে তার গাড়ি থামানোর চেষ্টা করেন। এ সময় শহিদুল্লাহর সঙ্গে থাকা মোখলেছুর রহমান শাহীন ও জামশেদুল ইসলাম মল্লিক দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন। অভিযুক্তরা তাদের ধাওয়া করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি প্রকাশ্যে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় শিমলা বাজার এলাকার মো. আশরাফ (৪০) ও মো. রইচ উদ্দিন (৬০) সহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

শহিদুল্লাহর দাবি, অভিযুক্ত মো. আশরাফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী এবং দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযো করা সম্ভব হয় নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।