Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / হারের ধাক্কা সামলানোর আগেই ওপেনারকে হারাল অস্ট্রেলিয়া

হারের ধাক্কা সামলানোর আগেই ওপেনারকে হারাল অস্ট্রেলিয়া

February 18, 2023 12:38:35 PM   ক্রীড়া ডেস্ক
হারের ধাক্কা সামলানোর আগেই ওপেনারকে হারাল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক:

প্রথম টেস্টে ইনিংস ও বড় ব্যবধানে হারের পর জয়ের লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের প্রথম দিন শেষ হওয়ার আগেই অজি ব্যাটাররা ২৬৩ রানেই গুটিয়ে যায়। এখনো পুরোপুরি নিজেদের স্বাভাবিক খেলায় ফিরে আসার আগে আবারও ধাক্কা খেল সফরকারীরা। ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপরও আউট হওয়ার আগপর্যন্ত তিনি ব্যাট করে যান।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ম ওভারের শেষ বলে মোহাম্মদ সিরাজের বাউন্সার বলকে পুল করার চেষ্টা করেন ওয়ার্নার। কিন্তু অতিরিক্ত গতি থাকায় বলটি তার হ্যালমেটের খাঁচায় আঘাত করে। আঘাতের পরপরই অজি দলের চিকিৎসক তাকে হালকা পরীক্ষা করে চলে যায়। তবে তার হ্যালমেটটি ভালো করে দেখেননি তিনি। যদিও সে সময় নিজের গ্লাবস পাল্টান ওয়ার্নার।

ম্যাচ শেষে দীর্ঘ পরীক্ষার পর জানা গেছে, সিরাজের বলের ধাক্কা ওয়ার্নার সামলে উঠতে পারেননি। যার কারণে নিজেকে শতভাগ ফিট মনে করছেন না তিনি। পরবর্তীতে আরেকটি কনকাশন টেস্টে উত্তীর্ণ না হওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ওয়ার্নারের নাম প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার ম্যাট রেনশকে।

পেসার সিরাজের বাউন্সার পুল করতে গিয়ে বল ওয়ার্নারের মাথায় লাগে
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তৃতীয় ম্যাচে ফেরার লক্ষ্যে ওয়ার্নারকে এখন থেকে সিএ’র নীতিমালার অধীনে কিছু ক্রীড়া-প্রোটোকল মেনে চলতে হবে।’

সিএ’র নির্বাচক টনি ডোডেমাইড বলছেন, ‘তাকে ঘিরেই দলের পরিকল্পনা সাজানো হয়েছে বিধায় সে (ওয়ার্নার) দলের জন্য অনেক মূল্যবান। সে কারণে নাগপুর টেস্টের শুরু থেকেই ভালো পারফর্ম করতে না পারলেও তাকে দলে রাখা হয়েছিল। কিন্তু ও এখন সুবিধাজনক অবস্থায় নেই।’

এদিকে, আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, ওয়ার্নারের পরিবর্তে সুযোগ পাওয়া অলরাউন্ডার রেনশ ওপেনে ব্যাট করতে পারলেও বোলিং করার সুযোগ নেই। রেনশ নাগপুর টেস্টেও একাদশে ছিল। কিন্তু দলের পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আনা হয়। সেখানে তার জায়গায় ট্র্যাভিস হেডকে নেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই চোটের সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়া। এবার সেই তালিকায় যোগ দিলেন ওয়ার্নারও। সিরিজ শুরুর আগেই আঙুলের চোটে ভোগা ক্যামেরন গ্রীন এবং মিচেল স্টার্ক এখনো সেরে উঠেননি। তাদের পরই প্রথম দুই টেস্ট থেকে জস হ্যাজলউডও ছিটকে যান। দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পেয়েছিলেন তিনি।