বজ্রশক্তি ডেস্ক:
চায়না থেকে আমদানিকৃত পণ্য সরাসরি হোম ডেলিভারি দিতে যাত্রা শুরু হলো বাংলাদেশে Shophoods এর। পছন্দসই মানসম্মত ৮০ মিলিয়ন এরও বেশি পণ্য এখন পাওয়া যাবে Shophoods (www.shophoods.com) স্টোরে।
চাইনিজ ম্যানুফেকচারার থেকে নিত্য প্রয়োজনীয় যেকোনো জিনিস ক্রয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ট্যাক্স, কাস্টম প্রোসেসসহ নানাবিধ পণ্য ডেলিভারিজনিত সমস্যা এর অন্তর্ভুক্ত। এসব কিছুর দায়ভার কাঁধে নিয়ে আপনার পণ্য সরাসরি ঢাকায় পৌঁছে দিবে Shophoods। ঠিকানা অনুযায়ী তা পৌঁছে যাবে ঘর পর্যন্তও।
Shophoods এর ওয়েবসাইট থেকে পণ্য এর রিভিউ দেখে অর্ডার দেয়ার সুবিধা আছে যাতে আপনি আসলেই কোন পণ্যটি পেতে যাচ্ছেন তার একটা পরিষ্কার ধারণা পান।
নির্ভেজাল কেনাকাটার জন্য Shophoods এর আছে সহজ প্যামেন্ট এর সুবিধা। সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে সহজেই পরিশোধ করা যাবে দাম আর তারপর সময় মতো পৌঁছে যাবে আপনার পণ্য দ্রুততম সময়ে। আরো বিস্তারিত পাওয়া যাবে এখানে: www.shophoods.com
আপনার জামাকাপড় থেকে শুরু করে প্রতিদিন ব্যবহার্য ইলেকট্রনিক পণ্য পর্যন্ত নিশ্চিন্তে অর্ডার দিতে Shophoods দিচ্ছে ভালো মানের নিশ্চয়তা। বিভিন্ন ব্র্যান্ড এর জিনিসপত্র যা এখন বেশি দামে কিনতে হচ্ছে তা এখন সরাসরি ম্যানুফেকচারার এর কাছ থেকে এনে দিবে Shophoods।
সর্বাধিক পণ্য ক্যাটাগরি নিয়ে বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম এখন Shophoods। আপনার শপিং হোক মানসম্মত আর ঝামেলামুক্ত।