Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না, জানালেন আইনমন্ত্রী

আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না, জানালেন আইনমন্ত্রী

February 19, 2023 01:35:38 PM   স্টাফ রিপোর্টার
আগামী নির্বাচনে খালেদা জিয়া  অংশ নিতে পারবেন কি না, জানালেন আইনমন্ত্রী

চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার অংশ নিতে পারবেন কি না, তা পরিস্কার করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১৯ ফেব্রুয়ারী) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না।

আনিসুল হক বলেন, দুই বছরের দণ্ডপ্রাপ্ত যেকোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা সংবিধানে বলা আছে। এটা নতুন করে বলতে হবে না।

তবে, খালেদা জিয়া রাজনীতি করার বিষয়টি তার একান্ত ব্যাক্তিগত বিষয় বলেও জানান তিনি।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা ঘোষণা করা হয়। এরপর খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়। এরমধ্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎকার জন্য মুক্তি দিতে পরিবারের পক্ষে থেকে বাববার আবেদন করা হলেও সরকার সায় দেয়নি। কিন্তু ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার।