রূপালি জগৎ ডেস্ক:
‘আদিপুরুষ’ নিয়ে আলাপ-আলোচনা এখনও চলছে। এ সিনেমা ঘিরে যে বিতর্ক হয়েছে তা থেকে নাকি শিক্ষা নিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। তাই নীতেশের ‘রামায়ণ’ তৈরির যে কথা উঠেছিল তার ভবিষ্যতি নিয়ে অনেকের মধ্যে শঙ্কা জেগেছে। চরিত্রদের সাজপোশাক থেকে তাদের সংলাপ— সব নিয়েই একের পর এক বিতর্কের সম্মুখীন হয়েছেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। এমন কঠিন পরিস্থিতির কথা তারা কেউ-ই ভাবেননি।
‘আদিপুরুষ’-এর এই দুর্দশা থেকেই নাকি শিক্ষা নিয়েছেন নীতেশ। তবে সিনেমা তৈরি থেকে পিছিয়ে আসছেন না তিনি। নীতেশের বিশ্বাস, তিনি যেভাবে ‘রামায়ণ’ ভেবেছেন, তাতে নাকি দর্শক চটবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুব সহজভাবে এই বিষয়টাকে দেখি। দিন শেষে আমি নিজেও তো এখনও এক জন দর্শক। দর্শক হিসেবে আমি পর্দায় যা দেখতে পছন্দ করব না, নির্মাতা হিসাবে তেমন সিনেমা আমি বানাব না। আমার বিশ্বাস, আমি যে ছকে ‘রামায়ণ’-কে ভাবি, তা দেখে কেউই রাগ করবেন না।