Date: January 03, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / আবারো হাসপাতালে অভিনেত্রী নাদিয়া

আবারো হাসপাতালে অভিনেত্রী নাদিয়া

March 14, 2023 08:12:57 PM   ডেস্ক রিপোর্ট
আবারো হাসপাতালে অভিনেত্রী নাদিয়া

রূপালি জগৎ ডেস্ক:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। গত সোমবার সন্ধ্যায় অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিকমাধ্যমে তার পোস্ট থেকে জানা যায়, তিনি চেন্নাইয়ের এপোলো হাসপাতালে ভর্তি আছেন। নাদিয়া লেখেন, প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’ তবে তার অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।
চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কয়েকদিন হাসপাতাল থাকার পর সুস্থ হয়ে বাসায় ফেরার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। তার মাস দুয়েক না পেরোতেই আবারো হাসপাতালে ভর্তি হতে হলো নাদিয়াকে।