Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / কুমিল্লা উইনার্স ক্লাব ও নোয়াখালি কররানি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কুমিল্লা উইনার্স ক্লাব ও নোয়াখালি কররানি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

March 01, 2023 10:21:10 PM   ক্রীড়া প্রতিবেদক
কুমিল্লা উইনার্স ক্লাব ও নোয়াখালি কররানি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ওমর ফারুক, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা উইনার্স ক্লাব বনাম নোয়াখালি কররানি স্পোর্টিং ক্লাবের মাঝে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে কুমিল্লা জেলা হেযবুত তওহীদের আয়োজনে, লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুমিল্লা উইনার্স ক্লাব কে ২-৪ গোলে হারিয়ে নোয়াখালি কররানি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলার প্রথম ৫ মিনিটের মাথায় কুমিল্লা উইনার্স ক্লাবের পক্ষে তাদের প্রথম গোলটি করেন রিপন। আর ডান দিক থেকে গোলটির পক্ষে এসিস্ট করেন সুজন। জবাবে কররানি স্পোর্টিং ক্লাবও ১৭ মিনিটের মাথায় আরাফাতের মিড এসিস্ট থেকে আবির বল পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ম্যাচ সমতায় ফেরান। এরপরে যথেষ্ঠ অ্যাটাক-পাল্টা অ্যাটাকেও দুই পক্ষের কোনো গোল না হয়েই প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুর বেশ কিছুক্ষণ পরেই ৬৫ মি. এর মাথায় কুমিল্লা উইনার্স ক্লাব তাদের ২য় গোলটি করেন। এরপর দুই দলেরই যথেষ্ঠ আক্রমণের পরও বেশ লম্বা সময় গোল ছাড়াই অতিবাহিত হয়। কিন্তু খেলার শেষের দিকে কুমিল্লা উইনার্স ক্লাবের বিপরীতে ২-১ থেকে ২-২ করার লক্ষে কররানি স্পোর্টিং ক্লাব শেষার্ধের ঠিক ৫ মি. আগে আরেকটি গোল দিয়ে তাদের কাঙ্খিত চেষ্টার সফলতার হাতছানি পায়। কররানি স্পোর্টিং ক্লাবের পক্ষে ২-২ সমতায় ফিরিয়ে আনতে মূল্যবান গোলটি করেন আরিফুল ইসলাম। 
৯০ মি. এর খেলায় ২-২ সমতার কারণে খেলার ফলাফল আনতে আরও ২০ মি. যোগ করা হয়। অতিরিক্ত যোগ করা সময়ে কররানি স্পোর্টিং ক্লাবের হয়ে ৮ মি. এর দিকে রাকিব এবং ১৩ মি. এর দিকে জুবায়ের, দু’জনে মিলে ২ টি গোল করে কুমিল্লা উইনার্স ক্লাবের বিপক্ষে ২-৪ ব্যবধান তৈরি করেন। পরবর্তী ৭ মি. এর মধ্যে কোনো ক্লাবই আর গোল করতে সক্ষম না হওয়ায় কররানি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। আর রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় কুমিল্লা উইনার্স ক্লাবকে।
খেলায় ২ এসিস্ট ও ১ গোল দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন কররানি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার জুবায়ের। হাড্ডা হাড্ডি লড়াইয়ে ২-৪ গোলের ব্যবধানে বিজয়ী হয় নোয়াখালী কররানী স্পোটিং ক্লাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাইদ, কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফয়সাল কবির ও সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আরাফাতসহ আরও অনেকে।