Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে বিজয়ের মাসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য!

গাজীপুরে বিজয়ের মাসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য!

December 17, 2024 05:02:46 PM   বজ্রশক্তি ডেস্ক
গাজীপুরে বিজয়ের মাসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য!

গাজীপুরে বিজয়ের মাসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য!

গাজীপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাঘের বাজার উচ্চ বিদ্যালয় ও শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ছিলেন গাজীপুর শাহিন ক‍্যাডেট একাডেমির বাঘের বাজার শাখার শিক্ষক রাকিব মাস্টার। এছাড়াও বিদ‍্যায়ের শিক্ষার্থীদের মাঝে জোরপূর্বকলি টারির কুপন বিক্রির অভিযোগও তার বিরুদ্ধে।এ ব্যাপারে রাকিব মাস্টারের সাথে ফোনে একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর শাহিন ক‍্যাডেট একাডেমির বাঘের বাজার শাখার পরিচালক ফারুক হোসেন এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি প্রথমে জানতাম না। যখন শুনেছি তখন রাকিব মাস্টারকে নিষেধ করেছি। তখন সে আর কোন লটারি বিক্রি করেন নি। তবে এই ধরনে অশ্লীল নাচ গানের বিষয়ে আমার জানা ছিল না।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিনস প্যান্ট ও টপস পরা দুই তরুণী আপত্তিকর, অশ্লীল বাংলা গানে নৃত্য পরিবেশন করছে। তাদের হিন্দি গানেও নাচতে দেখা যায়। উঠতি বয়সী যুবকেরা নাচ দেখে মনের আনন্দে মাঠে লাফালাফি করেন। ভিডিওটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এলাকাবাসী জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় বিদ্যালয় মাঠে এ ধরনের আপত্তিকর নৃত্য শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাঘের বাজার উচ্চ বিদ্যালয় এবং শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা জানান, আমরা শুনেছি বিদ‍্যালয়ের মাঠে এই ধরনের একটি অনুষ্ঠান করা হয়েছে। যা কখনো কারো কাছে কাম্য নয়। আমাদের কাছ থেকে তারা কেউ এই ধরনে অনুষ্ঠানে কোন প্রকার অনুমতি নেয় নাই। আমরা দুই বিদ‍্যালয়ের কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া জানান, এই ধরনের অনুষ্ঠান করার কোন প্রকার সুযোগ নেই। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।