Date: September 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / নিয়ে এলো শান্তা সিকিউরিটিজ ‘শান্তা ইজিট্রেড’

নিয়ে এলো শান্তা সিকিউরিটিজ ‘শান্তা ইজিট্রেড’

July 23, 2023 12:13:53 PM   ডেস্ক রিপোর্ট
নিয়ে এলো শান্তা সিকিউরিটিজ ‘শান্তা ইজিট্রেড’

ডেস্ক রিপোর্ট:

দেশের প্রথম নেক্সট জেনারেশন ট্রেডিং প্ল্যাটফর্ম ‘শান্তা ইজিট্রেড’ চালু করার ঘোষণা দিয়েছে শান্তা সিকিউরিটিজ। আজ রোববার এমন ঘোষণা দেয় পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

এ নতুন সংযোজনের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা তাদের স্মার্টফোন থেকেই নিরবিচ্ছিন্ন ট্রেডিংয়ের সুযোগ পাবেন বলে আশা করছেন শান্তা সিকিউরিটিজের কর্তাব্যক্তিরা। অত্যাধুনিক এই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) অ্যাপটি এক বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার বিনিয়োগকারীদের উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এতে করে গ্রাহক সহজেই পুঁজিবাজার এবং পছন্দের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিরীক্ষা করে যেকোনো স্থান থেকেই নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন শেয়ারবাজারে।

শান্তা ইজিট্রেডের উদ্বোধন উপলক্ষে শান্তা সিকিউরিটিজের সিইও কাজী আসাদুজ্জামান বলেন, শান্তা ইজিট্রেড বাংলাদেশের বিনিয়োগ খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক যোগ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অ্যাপটির মাধ্যমে লেনদেনের পূর্বে গ্রাহক যেন সহজেই শেয়ারবাজার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন তার সর্বোচ্চ চেষ্টাই আমরা করেছি। শান্তা ইজিট্রেড বিনিয়োগকারীদের ট্রেডিং যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সহজেই ডাউনলোড করা যাবে অ্যাপ্লিকেশনটি।

শান্তা ইজিট্রেডের বৈশিষ্ট্যসমূহ

• দেশের প্রথম নেক্সট জেনারেশন ট্রেডিং প্ল্যাটফর্ম (এনটিপি)
• অন্য কারো সহায়তা ছাড়া ঘরে বসেই লেনদেন করার সুযোগ 
• বায়োমেট্রিক প্রযুক্তির ফলে গ্রাহকের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা 
• এক অ্যাকাউন্ট থেকে লগইন করে একইসঙ্গে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একাধিক অ্যাকাউন্টে লেনদেন করার সুযোগ 
• শেয়ারবাজার ও অর্থনীতি সম্পর্কিত সর্বশেষ খবর পাওয়ার সুযোগ