Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে পতিতা বৃত্তির ব্যবসা রমরমা

বাউফলে পতিতা বৃত্তির ব্যবসা রমরমা

December 17, 2023 01:04:25 PM   উপজেলা প্রতিনিধি
বাউফলে পতিতা বৃত্তির ব্যবসা রমরমা

শারমিন বেগম:
বাউফল পৌরসভার চারটি পয়েন্টে পতিতা বৃত্তির রমরমা ব্যবসার অভিযোগ পাওয়া গিয়েছে। জানা গেছে প্রশাসনের নাকের ডগায়  বাউফল সরকারি কলেজের পিছনে, বাউফল মহিলা ডিগ্রী কলেজের পাশে, বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ড এবং গোলাবাড়ি ব্রিজের অপরপ্রান্তে ভাড়া বাসায় পতিতা বৃত্তির রমরমা ব্যবসা জমে উঠেছে।

রবিবার  সকালে বাউফল পৌরসভার ২নং ওয়ার্ডের গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন খলিলুর রহমানের বাসায় পতিতা বৃত্তির সন্ধান পেয়ে এলাকাবাসী জসিম বেপারী (৪৩) ও শারমিন আক্তার (২০) নামে দুজনকে আটকে রাখে।

এসময় জসিম এলাকাবাসীকে জানায়, চার দিন আগে ঘর ভাড়া নিয়েছি। আমি এ ব্যবসা করি না। এই ব্যবসা পরিচালনা করে আমার প্রথম বউ কোহিনুর বেগম। শারমিন জানায়, এই চার দিনে আমার কাছে পাঁচজন খদ্দের এসেছে প্রত্যেকে আমাকে ৫০০ করে টাকা দিয়ে যায়। এলাকাবাসীর চাপে জসিম বাউফল পৌরসভার চারটি স্পটের কথা বলে এবং সেখানে রীতিমত পতিতা বৃত্তি ব্যবসা পরিচালিত হয়ে আসছে। জসিম উপজেলার দাসপাড়া ইউনিয়নের মৃত শাহ আলম বেপারীর ছেলে এবং শারমিন বগা শাপলা খালি এলাকার মাতুব্বার বাড়ীর মেয়ে।

এলাকাবাসী জানায়, তাদেরকে ফ্লাট বাসার বাহির থেকে আটকে রেখে বাউফল থানায় ফোন দেয়া হয়। কিছুক্ষণ পর এস আই নাসিরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে উপস্থিত হলে ফ্লাট বাসা বাহির থেকে খোলা হলে দেখা যায় জসিম ও শারমিন জানালার গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়।

এ ব্যাপারে এস আই নাসির বলেন, আলামত পেয়েছি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।