Date: December 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / বন্যার পানিতে ভেসে এলো মরদেহ

বন্যার পানিতে ভেসে এলো মরদেহ

August 25, 2024 12:11:09 PM   নিজস্ব প্রতিনিধি
বন্যার পানিতে ভেসে এলো মরদেহ

কুমিল্লার বুড়িচংয়ে বন্যার পানিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

আজ রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামে মরদেহটি পাওয়া যায়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগানগর গ্রামে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে জানান। পরে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়।


বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসনাত জাগো নিউজকে বলেন, মরদেহটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন। তবে তার বাড়ির ঠিকানা কেউ জানেন না।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, তিনি বন্যার পানিতে আটকে মারা গেছেন। ঠিকানা না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে স্থানীয়ভাবে দাফন করা হবে।