ক্রীড়া ডেস্ক:
ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ ছিল। কিন্তু পারেনি আর্সেনাল।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গানারদের। ঘরের মাঠে এগিয়ে যাওয়ার পরও ১-১ গোলে ড্র করে তারা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আর্সেনালকে চেপে ধরে ব্রেন্টফোর্ড। প্রথমার্ধে কপাল ভালো থাকায় কোনো গোল হজম করেনি স্বাগতিকরা। কেননা আক্রমণে গিয়ে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিল ব্রেন্টফোর্ড। পঞ্চম মিনিটে ছয় গজ বক্সে সুবর্ণ সুযোগ পেয়েও জাল খুঁজে পাননি গেনরি। ২৪ মিনিটে টোনির শট পোস্টে লেগে ফিরে আসে। গোলহীন প্রথমার্ধ শেষে গোছানো ফুটবল উপহার দেয় আর্সেনাল। সেই ধারাবাহিকতায় ৬৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন বদলি হয়ে নামা লেয়ান্দ্রো ট্রসার্ড। গানারদের জার্সিতে এটিই প্রথম গোল তার। বুকায়ো সাকার ক্রস থেকে দুর্দান্ত ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। কিন্তু খুব বেশি সময় এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। টনির হেড থেকে ৭৪ মিনিটে সমতা ফেরায় ব্রেন্টফোর্ড। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল তারা। ৩৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান আটে। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।