Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মুক্তাগাছায় গণহত্যা দিবস পালিত

মুক্তাগাছায় গণহত্যা দিবস পালিত

August 03, 2024 11:37:36 AM   বজ্রশক্তি ডেস্ক
মুক্তাগাছায় গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ময়মনসিংহের মুক্তাগাছায় গণহত্যা দিবস' উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে স্থানীয় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে উপজেলা প্রাঙ্গণে গণহত্যার উপর বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নব যোগদানকৃত স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কৃষিবিদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সাবেক কমান্ডার আলহাজ্ব আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার (দিলু),ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল, সহকারী কমিশনার (ভূমি) তানবীর হায়দার প্রমূখ।

"জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত স্বনির্ভর সমাজ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক আন্দোলনের বিকল্প নেই" এই প্রতিপাদ্যকে ধারণ করে উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার প্রজন্ম, ওলামা-মাশায়েখসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাব-রেজিস্টার জামে মসজিদের ইমাম মাও. মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় দোয়া মাহফিল ও বিশেষ খাবার পরিবেশন করা হয়।