Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / প্রযুক্তি / শনি ও রোববার ঢাকায় ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

শনি ও রোববার ঢাকায় ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

July 20, 2023 12:35:21 PM   প্রযুক্তি ডেস্ক
শনি ও রোববার ঢাকায় ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

প্রযুক্ত ডেস্ক:
আগামী শনিবার ও রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’। বিভাগীয় পর্যায়ের বিপিও সম্মেলন শেষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পঞ্চমবারের মতো এই সামিটের আয়োজন করা হচ্ছে।

দু'দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার রাজধানীর বনানীতে বাক্কো কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত থাকবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, আইসিটি সচিব মো. সামসুল আরেফিন ও অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের দুই দিন বিপিও খাতের ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে ৪টি সেমিনার। আর দ্বিতীয় দিনে ৫টি সেমিনার অনুষ্ঠিত হবে। হাইব্রিড পদ্ধতিতে অনলাইনেও চলবে সেমিনারগুলো। দেশ-বিদেশের আলোচকরা সেমিনারে বাংলাদেশের বিপিও খাতে ২০২৫ সালের মধ্যে এক লক্ষ লোকের কর্মসংস্থান এবং ১  বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ ও প্রস্তুতিসহ সমসাময়িক তথ্য ও প্রযুক্তিসংক্রান্ত অনেক বিষয়ে আলোকপাত করবেন। মুক্তপেশাজীবি থেকে উদ্যোক্তা হওয়ার কৌশলও উপস্থাপন করবেন তারা।  

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাক্কো কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার, পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু ও ফজলুল হক।