Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / সিরিয়ায় মার্কিন সৈন্যদের অব্স্থানে হামলা

সিরিয়ায় মার্কিন সৈন্যদের অব্স্থানে হামলা

October 29, 2023 02:56:15 PM   আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় মার্কিন সৈন্যদের অব্স্থানে হামলা

ইরান-সমর্থিত ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠী সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে । রোববার সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সৈন্যদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে।

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স রোববার মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর দায় স্বীকার করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত তিন সপ্তাহে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর অবস্থানে একাধিকবার হামলার দাবি করেছে ইরাকের এই সশস্ত্র গোষ্ঠী।

গাজায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশোধে মার্কিন সৈন্যদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও সৈন্যদের ওপর কমপক্ষে ২০ বার হামলা হয়েছে। এর মধ্যে ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ায় আল-তানফ ঘাঁটিতে দুটি হামলায় মার্কিন সামরিক বাহিনীর অন্তত ২১ সদস্য আহত হয়েছেন।

গাজায় হামাসের সাথে ইসরায়েলের বিরোধে ওয়াশিংটন হস্তক্ষেপ করায় ইরানের সাথে সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। এই হুমকির পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা বাড়ছে। মধ্যপ্রাচ্যে সক্রিয় ও ইরানের মদদপুষ্ট বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এসব হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র।

হামাস-ইসরায়েল যুদ্ধে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জড়িয়ে পড়ার শঙ্কায় ভূমধ্যসাগরের ইসরায়েলি উপকূলে ২ হাজার মেরিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।  লেবাননভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্কবার্তা দিতেই মোতায়েন করা হয়েছে এই মেরিন সেনাদের। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করার পরই ভূমধ্যসাগরে এই মেরিন সেনাদের মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

বর্তমানে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সৈন্য রয়েছে। এ ছাড়া প্রতিবেশি সিরিয়ায় আরও অতিরিক্ত ৯০০ মার্কিন সেনা রয়েছে। উভয় দেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহায়তা করার মিশনে নিযুক্ত রয়েছে এই সৈন্যরা। ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের বিশাল ভূখণ্ড দখল করেছিল আইএস।