![সালথায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাংচুরের](/storage/news/hamla.jpeg)
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, আটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মশিউর রহমান মটু মিয়ার ছোট ভাই মো. লিটন মিয়া তিন বছর আগে একখণ্ড জমি ক্রয় করেন। শুক্রবার সকালে চাচাতো ভাই সেলিম মিয়ার ছেলে শিমুল মিয়া (৪৫) ওই জমির কিছু গাছ বিক্রি করে কাটতে শুরু করলে মটু মিয়ার পরিবার বাধা দেয়। এতে শিমুল মিয়া দলবল ডেকে এনে হামলা চালায়।
হামলায় লিটন মিয়া (৫০), মিরন মিয়া (৪৫) ও ফিরোজ মিয়া (৫৫) আহত হন। লিটন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শিমুল মিয়া দাবি করেন, জমিটি তিনি ৩০ বছর আগে কিনেছেন এবং হামলার অভিযোগ সঠিক নয়।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগ পেয়েছে, যা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।