Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / হামাসের পাতা ফাঁদে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত

হামাসের পাতা ফাঁদে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত

June 11, 2024 12:23:47 PM   আন্তর্জাতিক ডেস্ক
হামাসের পাতা ফাঁদে পড়ে চার ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের পাতা ফাঁদে পড়ে চার ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।


ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সদস্যরা একটি ভবনে বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতেছিলেন। সেখানে ইসরায়েলি সেনারা প্রবেশের পর ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর এটি ধসে পড়ে চার সেনা প্রাণ হারান।

এই চারজনের মৃত্যুর মাধ্যমে গাজায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনে ৩০০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যিনি গত শনিবার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে জিম্মি উদ্ধার অভিযানে প্রাণ হারান।


সর্বশেষ যে চার সেনা নিহত হয়েছেন তাদের সবাই গিভাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন। তাদের মধ্যে দুইজনের প্রশিক্ষণ সময়ও শেষ হয়নি। এর আগেই যুদ্ধের ময়দানে গিয়ে তাদের প্রাণ হারাতে হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই সেনারা রাফার সাবোরা নামের একটি এলাকার ‘সন্দেহজনক’ ভবনে যান। ভবনটিতে হামাস ফাঁত পেতে রাখতে পারে এমন সন্দেহে প্রথমে সেখানে তারাই একটি বিস্ফোরক ছুড়ে মারেন। যেন কোনো বিস্ফোরক থাকলে সেটিও বিস্ফোরিত হয়। তবে ওই সময় কোনো বিস্ফোরণ হয়নি। এরপর সেনারা এটিতে প্রবেশ করেন।


তিন তলা ওই ভবনটিতে দুই সেনা প্রবেশের পরই হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে চারজন নিহত ও সাতজন আহত হন। যার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

আইডিএফ জানিয়েছে, পরবর্তীতে ভবনটির ভেতর তারা একটি সুড়ঙ্গ খুঁজে পায়। যার অর্থ ভবনটিতে হামাসের যোদ্ধারা ছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল