Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / অপারেশন টেবিলে নাদিয়া

অপারেশন টেবিলে নাদিয়া

March 16, 2023 07:46:38 PM   ডেস্ক রিপোর্ট
অপারেশন টেবিলে নাদিয়া

রূপালি জগৎ ডেস্ক:
বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ডাক্তার তাকে সাথে সাথে একটা মেজর অপারেশনের জন্য বলে। সেই অপারেশনের জন্য এখানে তাকে আরও বেশ কিছুদিন থাকতে হবে। 

গত সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভারতের চেন্নাই থেকে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট থেকে বুঝা যাচ্ছে, তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে অভিনেত্রী জানান, আমি অ্যাপোলো হাসপাতালে আমার চিকিৎসার জন্য এসেছিলাম। তখন ডাক্তার আমাকে সাথে সাথে একটা মেজর অপারেশনের জন্য বলে। সেই অপারেশনের জন্য এখানে আমার আরও বেশ কিছুদিন থাকতে হবে। আমার ডিরেক্টর ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত, যাদেরকে আমি ডেট দিয়েছিলাম।