বিনোদন প্রতিবেদক: শুটিং সেটে শুটিং চলছিল। সেখানেই ফোনে দেখতে পেলেন নিজের মৃত্যু সংবাদ। কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন তিনি। নিজের মৃত্যুর খবর মুঠোফোনে দেখে খানিকটা চমকেই উঠেছিলেন টলিপাড়ার অভিনেতা রাহুল দেব বোস। চিন্তিত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ফোন কলে জানতে চাইলেন ঘটনার সত্যতা। নিজের এই ভুয়া মৃত্যু সংবাদ নিয়ে ভীষণ বিরক্ত অভিনেতা।
আচমকা এমন খবর কেন? রাহুল বলেন, ‘খুবই বিরক্তিকর। শুধুমাত্র কিছু ভিউ আর লাইকের জন্য এমন খবর রটানো মোটেও ভালো কথা নয়।’ ধারাবাহিক ‘নবাব নন্দিনী’-তে খলনায়ক হয়ে পর্দায় প্রত্যাবর্তন হয়েছে অভিনেতার। আবারও পর্দায় রাহুলকে দেখে খুশি তার অনুরাগীরা। ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে খুশি ছিলেন তিনিও।
তবে আচমকা এই খবর সত্যিই সব আনন্দকে মাটি করে দিয়েছে। রাহুলের কথায়, ‘আমি বাস্তবে তো বেঁচেই আছি। আর তা ছাড়া ধারাবাহিকেও আমার মৃত্যু হচ্ছে না। যারা আমায় নিয়ে চিন্তিত তাদের প্রত্যেককে এটা বলতে চাই।’
শেষ কয়েকটি ধারাবাহিকে রাহুলকে দর্শক দেখেছেন খলনায়কের চরিত্রে। কেন বারবার খলনায়ক? রাহুলের স্পষ্ট বক্তব্য, ‘আমার মনে হয় খলনায়কের মেরুদণ্ড অনেক বেশি সোজা হয়।’ নিজেকে বিভিন্ন চরিত্রে তুলে ধরতে চান এই অভিনেতা। নির্দিষ্ট কোনো চরিত্রে আটকে থাকতে চান না রাহুল।