Date: January 08, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / অভিনেত্রী খুন হলেন ছেলের হাতে

অভিনেত্রী খুন হলেন ছেলের হাতে

December 11, 2022 12:53:42 AM   বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী খুন হলেন ছেলের হাতে

বিনোদন প্রতিবেদক: নিজের ছেলের হাতে খুন হয়েছেন ভারতীয় অভিনেত্রী বীনা কাপুর। ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্পত্তির কারণেই ছেলের হাতে মা খুন হয়েছেন।

জানা গেছে, বেসবল ব্যাট দিয়ে মাকে (বীনা কাপুরকে) পিটিয়ে মেরেছে ছেলে। তারপর মায়ের মরদেহ ৯০ কি.মি. দূরের জঙ্গলে ফেলে আসে। মুম্বাইয়ের জহুর বিলাসবহুল বাংলোতেই ঘটেছে এই হত্যাকাণ্ড। এই খুনের ঘটনায় ভারতীয় শোবিজের সবাই বিস্মিত হয়েছেন।

বীনা কাপুরের এই হত্যাকাণ্ডের খবর প্রথম প্রকাশ্যে আনেন সহ-অভিনেত্রী নীলু কোহলি। যিনি এই ৭৪ বছর বষয়ী এ অভিনেত্রীর সঙ্গে একাধিক শোতে কাজ করেছেন। নীলুই জানান, বীনার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বীনার খুন নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন নীলু। তিনি তাতে লিখেছেন, বেসবল ব্যাট দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয় বীনাকে। এরপর তার মরদেহ ফেলে আসা হয় ৯০ কিলোমিটার দূরের জঙ্গলের মাথেরান নদীতে। বীনার আমেরিকায় থাকা ছেলে আভাস পেয়েছিল কিছু একটা ঘটেছে, সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশের কাছে। এরপরই গ্রেপ্তার হয় অভিযুক্ত অন্য ছেলেটি।

পুলিশের জেরায় অভিযুক্ত ছেলে এই হত্যাকাণ্ডের কথা মেনে নিয়েছেন। ছেলে জানান ১২ কোটি রুপির একটি সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু। আর মাথা গরমের বশে মাকে খুন করে বসেন সে। তবে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি এখনো বিস্তারিতভাবে জানা সম্ভব হয়নি। এখনও এই বিষয়ে তদন্ত চলছে।