Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / অ্যাওয়ার্ড পেলেন সহিদ-তারিন

অ্যাওয়ার্ড পেলেন সহিদ-তারিন

December 18, 2022 11:10:29 PM   বিনোদন প্রতিবেদক
অ্যাওয়ার্ড পেলেন সহিদ-তারিন

বিনোদন প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে নির্মিত নাটক ‘আমি মায়ের কাছে যাব’র জন্য ট্রাব অ্যাওয়ার্ড ২০২২-এ সেরা নাট্যকারের পুরস্কার জিতেছেন কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান। একই নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী তারিন জাহান। 

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। নাটকে শেখ রাসেল চরিত্রের শিশুশিল্পী দিহানও এ সময় মঞ্চে ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ, বাচসাসের সভাপতি রাজু আলীম, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাবের সাধারণ সম্পাদক অঞ্জন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম প্রমুখ। সহিদ রাহমান বলেন, বিগত কয়েক বছর ধরে আমি ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর কাহিনীচিত্র রচনা ও নির্মাণ করছি। এতদিন পর এসে সেই কাজ বিশিষ্টজনদের নজরে এসেছে, পুরস্কার দিয়েছে। তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। চলচ্চিত্র, সংগীত, নাটক এবং টেলিভিশন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৩ জন শিল্পী ও কলাকুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করে ট্রাব।