Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / আগামীকাল সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

আগামীকাল সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

March 28, 2023 09:58:38 PM   ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:
সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। ওয়ানডের মতো ধারাবাহিক সাফল্য মিলছে টি-টোয়েন্টিতেও। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের সামনে সুযোগ আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ের। সেই লক্ষ্যে আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়।
তাসকিন-রনিদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় বাংলাদেশ। এমন জয়ে অধিনায়ক সাকিব ভীষণ খুশি। কারণ ব্যাট হাতে রনি তালুকদার-লিটন দাসরা দিয়েছেন আস্থার প্রতিদান। আর বল হাতে তাসকিন-হাসানরা রেখেছেন সামর্থ্যরে প্রমাণ।
ওয়ানডে সিরিজে সুযোগ ছিল আইরিশদের হোয়াইটওয়াশ করার। বৃষ্টি বাধায় সেই আশা পূরণ হয়নি সাকিবদের। ওয়ানডের আক্ষেপ টি-টোয়েন্টিতে ঘোচাতে চান সাকিব-মিরাজরা। প্রথম ওয়ানডেতে স্বস্তির জয়ে গতকাল মঙ্গলবার কোনো অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলে বিশ্রামেই সময় কাটিয়েছেন ক্রিকেটাররা।
সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। প্রথম টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ব্যাট করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যে উইকেট একই ধরনের ব্যাটিং উইকেট হবে, তা অনেকটাই অনুমেয়। বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ ওপেনার রনি তালুকদারের কাঁধের চোট। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
শক্তি-সামর্থ্যরে পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে স্বাগতিকরা। ৬ বারের দেখায় ৪ বারই জিতেছে বাংলাদেশ। একটিতে জয় আইরিশদের। বাকিটিতে ফল আসেনি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দলগত পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। রনি-লিটনদের পাশাপাশি হাসান-তাসকিনরা ফের একবার জ্বলে উঠলেই সিরিজ জিততে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় বাংলাদেশের। রনি তালুকদার ফিট থাকলে বাংলাদেশ একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরিবর্তন আনতে পারে আইরিশরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন  দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডাইর, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডাইর, গ্যারেথ ডিলানি, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।