কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে লিওনেল স্কালোনির দলে জায়গা করে নিয়েছেন আনহেল ডি মারিয়া ও পাওলো দিবালা। যদিও দিবালা এখনো শতভাগ ফিট নন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তার পুরোপুরি ফিট হয়ে উঠার ব্যাপারে আশাবাদ আর্জেন্টিনা কোচ।
প্রত্যাশিতভাবেই দলে আছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস,লেয়ান্দ্রো পারেদেস, লাউতারো মার্তিনেস। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো ও হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তের, গিদো রদ্রিগেস, আলেহান্দ্রো গোমেস, এনসো ফের্নান্দেস ও এসেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, পাওলো দিবালা, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া ও লিওনেল মেসি।