ক্রিড়া প্রতিবেদক:
ম্যাচ শুরু আগে গ্রুপ সির পয়েন্ট টেবিল অনুযায়ী আর্জেন্টিনার তুলনায় কিছুটা ভালো অবস্থানে ছিল পোল্যান্ড। ড্র করলেই সুপার সিক্সটিন পাক্কা। জয় ও ড্রয়ে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও। তবে মেসিবাহিনী মাঠের খেলায় পোল্যান্ডকে নাচিয়েই ছেড়েছে। দুই গোলের জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচই দাপট ছিল লাতিনদের।
এই পরাজয়ে কাতার বিশ্বকাপ থেকে পোলিশদের বাদ পড়ার শঙ্কাও জেগেছিল। কেননা একই সময় (রাত ১টা) শুরু হওয়া অপর ম্যাচে সোদি আরবের বিপক্ষে ৯৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মেক্সিকো। এতে দুই দলের পয়েন্ট গিয়ে দাঁড়ায় সমান চার পয়েন্টে। গোল ব্যবধানও সমান। অন্যান্য হিসেবে পোল্যান্ড এগিয়ে থাকলেও আর একটি গোল যদি পোল্যান্ড হজম করতো তাহলে বাদ পড়ে যাওয়ার শঙ্কা জাগতো। অন্যদিকে, মেক্সিকো যদি সৌদি আরবের জালে আরেকটি গোল ঢুকিয়ে দিতো তাহলেও বিদায় ঘণ্টা বেজে যেতো লেওয়ান্ডস্কিদের।
তবে শেষ পর্যন্ত এর কিছুই হয়নি। পোল্যান্ড ২-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও গ্রুপে দ্বিতীয় হয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছে। ৯৫ মিনিটে সৌদি উইঙ্গার সালিম আল দাওসারি মেক্সিকোর জালে একটি গোল দেওয়ায় গোল ব্যবধানে এগিয়ে যায় পোল্যান্ড। এতে মেক্সিকো জয় পেলেও গোলের হিসাবে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকতে হয়েছে। এই কারণে দ্বিতীয় পর্বের টিকিট পায়নি দলটি।