Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / আ.লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে রিট প্রত্যাহার করেছেন সারজিস-হাসনাত

আ.লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে রিট প্রত্যাহার করেছেন সারজিস-হাসনাত

October 29, 2024 06:35:39 AM   স্টাফ রিপোর্টার
আ.লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে রিট প্রত্যাহার করেছেন সারজিস-হাসনাত

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে তারা আবেদনটি প্রত্যাহার করে নেন। আদালতে তাদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।
এর আগে গত ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন।
দলগুলো হলো—আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না— এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। তিনটি নির্বাচনের গেজেট নোটিফিকেশন বাতিল চাওয়া হয়েছে রিটে। এই তিনটি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের সব সুযোগ-সুবিধা ফেরত নিতে বলা হয়েছে। ভবিষ্যতে এই ১১ দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে, তার নির্দেশনা চাওয়া হয়েছে। যারা এমপি হয়েছিলেন তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।