Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / আড়াই কোটি কেজির বেশি চা আমদানি ভারতের

আড়াই কোটি কেজির বেশি চা আমদানি ভারতের

February 10, 2023 09:22:17 PM   ডেস্ক রিপোর্ট
আড়াই কোটি কেজির বেশি চা আমদানি ভারতের

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
ভারত ২০২১-২২ অর্থবছরে ২ কোটি ৫৯ লাখ ৭০ হাজার কেজি চা আমদানি করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল লোকসভায় এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবছর ভারতে ১৩৪ কোটি ৪৪ লাখ কেজি চা উৎপাদন হয়েছে। আমদানি করা হয়েছে এর প্রায় ২ শতাংশের সমপরিমাণ। নেপাল থেকে সবচেয়ে বেশি চা কিনেছেন আমদানিকারকরা। দেশটি ভারতে সরবরাহ করেছে ১ কোটি ১১ লাখ ২০ হাজার কেজি। এছাড়া কেনিয়া ৭০ লাখ ৮০ হাজার, ভিয়েতনাম ২৫ লাখ ৭০ হাজার ও আর্জেন্টিনা সাড়ে ১০ লাখ কেজি চা সরবরাহ করেছে।’
চলতি অর্থবছর ভারতের চা রফতানি ৩ কোটি থেকে ৩ কোটি ৩০ লাখ কেজি বাড়ার সম্ভাবনা রয়েছে। রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ২২ কোটি ৫০ লাখ থেকে ২৩ কোটি কেজিতে। অব্যাহত চাহিদা বৃদ্ধি রফতানিতে এমন প্রবৃদ্ধি নিয়ে আসতে পারে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। পাশাপাশি অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ শ্রীলংকায় অর্থনৈতিক বিপর্যয়ের কারণে প্রতিযোগিতায়ও একক আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে দেশটি। তৈরি হয়েছে নতুন নতুন বাজারও।’
চায়ের পাশাপাশি ভারতের কফি রফতানিও বাড়ছে অব্যাহতভাবে। অনুপ্রিয়া প্যাটেল জানান, ২০২০-২১ অর্থবছরে ভারতের কফি রফতানি ৩৮ শতাংশ বাড়ে। ২০২১-২২ অর্থবছর দেশটি ৪১ লাখ ৬০ হাজার টন কফি রফতানি করেছে।