গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা:
পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি সিদ্দিকুর রহমানের নিদের্শনায় উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ রোডে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম আর খায়রুল চেয়ারম্যানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল হাসান, মোঃ শহিদুর রহমান ও মোঃ জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, মিজানুর রহমান পল্টন ও আল আমিন জনিসহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত দিনে সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।