Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ইউরোজয়ী গোলরক্ষককে পিএসজিতে চান না কোচ লুইস এনরিকে

ইউরোজয়ী গোলরক্ষককে পিএসজিতে চান না কোচ লুইস এনরিকে

July 14, 2023 04:10:15 PM   ক্রীড়া ডেস্ক
ইউরোজয়ী গোলরক্ষককে পিএসজিতে চান না কোচ লুইস এনরিকে

 খেলারপত্র ডেস্ক:
বাজে একটা মৌসুম কাটিয়ে নতুন করে পুরো দল গোছাচ্ছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকে ফরাসিদের দায়িত্ব নিয়েছেন। এরপরই তারুণ্য নির্ভর শক্তিশালী স্কোয়াড গড়ার মিশনে নেমেছেন তিনি। গত মৌসুমের স্কোয়াডের তুলনায় পিএসজি যেন সম্পূর্ণ অচেনা এক ক্লাব। বিদায় নিয়েছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। কিলিয়ান এমবাপেও যাই যাই করছেন। এবার দলটিতে থাকা ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারমাকেও বিদায় দিতে চান এনরিকে।
ফুটবলে স্বাভাবিক একটা চিত্র প্রায় সময়ই দেখা যায়, তা হচ্ছে নতুন কোচের সঙ্গে সঙ্গে নতুন করে স্কোয়াড গঠন। দলে নতুন কোচ আসা মানেই কিছু খেলোয়াড়ের বিদায় ঘটবে, আসবে নতুন কিছু খেলোয়াড়। পিএসজিও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে দোন্নারুমাকে নিয়ে এতদিন কিছু শোনা না গেলেও, তিনি পছন্দের তালিকায় নেই স্প্যানিশ কোচের। তার বিকল্প ভাবতে ইতোমধ্যে তিনি ক্লাব কর্তৃপক্ষকে বলে দিয়েছেন।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ বলছে, এনরিকের পছন্দের তালিকায় আছেন চেলসির গোলকিপার কেপা আরিজাবালাগা। এর আগে শোনা গিয়েছিল পিএসজি টটেনহামের গোলকিপার উগো লরিসকে প্রাথমিক প্রস্তাব দিয়েছে। কিন্তু এনরিকের পরিকল্পনার সঙ্গে তিনি ঠিক মানানসই কিনা, তা নিয়ে সন্দেহ আছে।
গুঞ্জন রয়েছে শেষ পর্যন্ত স্পেনের কেপা আরিজাবালাগাকে না পেলে পিএসজি ফ্রি এজেন্ট ডেভিড ডি গিয়াকেও দলে টানতে পারে। তবে পিএসজির প্রাথমিক পছন্দের তালিকায় নেই ডি গিয়া। এক্ষেত্রে একে একে দুই মিলবে যার সঙ্গে, তাকে নতুন মৌসুমে পিএসজির গোলবার সামলাতে দেখা যাবে।
গত মৌসুমে পিএসজির প্রাপ্তি বলতে কেবল লিগ ওয়ানের শিরোপা। তারকা বহুল দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলেও, লিগের সব শিরোপা জেতার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী ছিল। কিন্তু একটা বাদে সেগুলোও একে একে তারা হাতছাড়া করেছেন। এরপর মৌসুম শেষ হতেই রিয়াল মাদ্রিদ থেকে ক্লাবটিতে এসেছেন মার্কো অ্যাসেনসিও। পরবর্তীতে ফরাসি শিবিরে এসেছেন উগারতে, লুকাস হার্নান্দেজ, ক্যাঙ-ইন লি স্ক্রিনিয়ার ও চের এনডোর। এখন পর্যন্ত ছয় সাইনিংয়ে বোঝা গেছে পিএসজি তারুণ্য নির্ভর একটি দল গড়তে যাচ্ছে। অবশ্য এর আগেও তারা সেরকমই ইঙ্গিত দিয়েছিল।
১৮ বছর বয়সী ইতালির সেনেগালিজ মিডফিল্ডার এনডোর পাঁচ মৌসুমের চুক্তি সেরেছেন ক্লাবটির সঙ্গে। এতদিন পর্যন্ত বেনফিকার হয়ে মাঝমাঠে নিজের প্রতিভা দেখিয়েছেন এনডোর। ২০০৪ সালে ইতালিতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার ১৬ বছর বয়সেই বেনফিকায় এসেছিলেন। সেখান থেকেই তিনি নজরে আসেন পিএসজির।
পিএসজির নতুন করে গড়তে চলা তরীতে এনডোর সর্বশেষ সংযোজন। এতেই থামতে চায় না ক্লাবটি, তাদের পরিকল্পনায় আরও বেশ কয়েকজন তারকা ফুটবলার রয়েছেন। তবে এখন পর্যন্ত দলটির অন্যতম প্রধান তারকা নেইমার জুনিয়রের থাকা নিয়েও সংশয় রয়েছে। তবে সবমিলিয়ে এর আগে তারকাবহুল ক্লাবটি লিগের বাইরে আশানুরূপ সাফল্য পায়নি। এবার তরুণনির্ভরতা তাদের সেই আক্ষেপ ঘোচাতে পারবে কিনা সেটি সময়ই বলে দেবে!