খেলারপত্র ডেস্ক:
বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে দক্ষিণ এশিয়ার বাইরে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছেন সালমা ইসলাম মনি। সাউথইস্ট এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে ফিলিপাইন এবং মিয়ানমারের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।ম্যাচটি আয়োজিত হয়েছে কম্বোডিয়ায়।
ইতিহাস গড়ে উচ্ছ্বসিত সালমা। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম ম্যাচটিতে আমি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। আমি খুব খুশি। খুব ভালো লাগছে প্রথম ম্যাচটি সঠিক ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পেরে। আমি দেশবাসীর দোয়া চাই যাতে আগামী ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের সুনাম অর্জন করতে পারি।’ সালমা ইসলাম মনির সহকারী রেফারির দায়িত্ব পালন করা প্রথম ম্যাচে মিয়ানমার ১-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে।
গত ২০ ফেব্রুয়ারি দেশের প্রথম নারী ফুটবল রেফারি হিসেবে এএফসির এলিট প্যানেলে ঢুকে ইতিহাস গড়েছিলেন সালমা ইসলাম মনি। মাত্র আড়াই মাসের ব্যবধানে আরেকটি ইতিহাস গড়লেন দেশের এই নারী ফুটবল রেফারি।